অ্যাকসেসিবিলিটি লিংক

বিতর্কিত তিনটি কৃষি আইনই স্থগিত ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট


ভারতের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ভর্ৎসনা করে বিতর্কিত তিনটি কৃষি আইনই স্থগিত ঘোষণা করেছে। গত সেপ্টেম্বরে এই আইন প্রণয়নের পর থেকেই কৃষক আন্দোলনে ভারত, বিশেষ করে উত্তর ভারতের দিল্লি ও সংলগ্ন এলাকা উত্তাল হয়ে উঠেছে। এক মাসের ওপর হয়ে গেল কৃষকেরা কার্যত দিল্লির চারপাশ অবরুদ্ধ করে রেখেছেন। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন, সরকার যদি ওই আইন স্থগিত না করে, তা হলে সর্বোচ্চ আদালত নিজস্ব ক্ষমতা বলে তা স্থগিত করে দেবে। তবে অবশ্যই তা অনির্দিষ্টকালের জন্য হবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করতে চেয়েছে, যে কমিটি কৃষক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে এবং সমাধান সূত্র বের করার জন্য কাজ করবে।

সরাসরি লিংক

কৃষকেরা কমিটি চান না, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি চান, এ কথা জানার পর প্রধান বিচারপতি বলেন, অবাস্তব দাবি করবেন না। প্রধানমন্ত্রী এই মামলার পক্ষ নন। তাঁকে এতে টেনে আনা যাবে না। সরকার যেমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, কৃষকেরাও যদি তাই করেন, তা হলে বিশৃঙ্খলার চূড়ান্ত হবে। কৃষকদের দাবি, আইনগুলি পুরোপুরি প্রত্যাহার করা হোক। সরকার তাতে নারাজ। ইতিমধ্যে আট দফা আলোচনার পরেও কোনও সমাধান হয়নি। প্রধান বিচারপতি বলেছেন, আমরা চাই না কোনও প্রাণহানি হোক। যদি তা হয়, তা হলে আমাদের হাতও রক্তাক্ত হবে। আমরা সেই দায়িত্ব নেব না। আজকে আইন স্থগিত করা হলো। এর পর আলোচনা। সরকারকে ভাবতে হবে কী ভাবে কৃষকদের ক্ষোভ প্রশমন করা যায়। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষকেরা যাতে রাজধানী দিল্লিতে কোনও গণ্ডগোল না করেন, তাও নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট কৃষকদের আইনজীবীকে নির্দেশ দিয়েছে।

XS
SM
MD
LG