অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়া ১২০ জন রোহিঙ্গা বহনকারি একটি নৌকাকে আন্তর্জাতিক জলসীমায় ফিরিয়ে দিচ্ছে


ইন্দোনেশিয়ার কাছে সাগরে আটকে আছে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা। ছবিটি সামাজিক গণমাধ্যমের ভিডিও থেকে নেয়া।
ইন্দোনেশিয়ার কাছে সাগরে আটকে আছে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা। ছবিটি সামাজিক গণমাধ্যমের ভিডিও থেকে নেয়া।

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলেছে ১২০ জন রোহিঙ্গা মুসলিম বহনকারি একটি নৌকাকে আন্তর্জাতিক জলসীমায় ফেরত পাঠাবে তারা, যদিও জাতিসংঘ শরণার্থী সংস্থা তাদেরকে গ্রহণ করার জন্যে ইন্দোনেশিয়াকে অনুরোধ করেছে। ঐ ১২০ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়ার সর্ব উত্তরের প্রদেশ আচেহ থেকে কিছু দূরে কয়েকদিন ধরে নৌকায় ভেসে আছে। নৌকাটিতে ছিদ্র দিয়ে পানি উঠছে এবং ইঞ্জিনে সমস্যা রয়েছে বলে শোনা গেছে। নৌকাটি খারাপ আবহাওয়ায় উন্মুক্ত সাগরে ভাসছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইউএনএইচসিআর। নৌকাটি প্রথমে রবিবার স্থানীয় জেলেদের নজরে আসে। আচেহ প্রদেশের বিরেউএন উপকূলের প্রায় ৬০ মাইল দূরে নৌকাটি ছিল বলে জানান স্থানীয় জেলে সম্প্রদায়ের নেতা বদরুদ্দিন ইউনুস। তিনি জানান জেলেরা ঐ ভাঙ্গাচোরা কাঠের নৌকাটি টেনে আনতে না পারলেও সেখানে থাকা ক্ষুধার্ত লোকজনকে খাদ্য, পানি ও বস্ত্র দেন। নৌকাটিতে ৬০জন নারী, ৫১ জন শিশু এবং নয়জন পুরুষ রয়েছেন বলে জানান বদরুদ্দিন ইউনুস। পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতায় স্থানীয় কর্মকর্তারা নৌকায় থাকা লোকজনদের খাদ্য, ওষুধ দিয়েছেন এবং একটি নতুন ইঞ্জিন লাগিয়ে দেয়ার জন্যে একজন কর্মী নিয়োগ করেছেন। নৌকাটি ঠিক হয়ে গেলে আন্তর্জাতিক জলসীমায় ফিরিয়ে দেয়া হবে বলে জানান বিরেউএন জেলার প্রধান মুজাক্কার গনি। তাদের কারো কারো কোভিড-১৯ থাকতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

XS
SM
MD
LG