ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে ১ হাজারের বেশী বিদেশী পর্যটককে সরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এর একদিন আগে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৮জন প্রাণ হারায় এবং ২০০ বেশী মানুষ গুরুতর ভাবে আহত হয়।
রবিবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প উত্তর লম্বকে ১০ দশমিক ৫ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সঙ্কেত দেওয়া হয়। গিলি, বালি, সুমবাওয়া এবং পূর্ব জাভার কিছু অংশে ওই ভূমিকম্প অনুভূত হয়।
লম্বকের কাছে গিলি দ্বীপপুঞ্জ -- তিনটি ছোট দ্বীপ থেকে লোকজনকে অপসারণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। সোমবার ভোরে সৈকতে অনেক পর্যটক সমবেত হয়েছে এবং তারা অপেক্ষা করছে যাতে নৌকায় করে তাদেরকে বড় দ্বীপ লম্বকে নিয়ে যাওয়া হয়।