অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার একটি বিমান উড়ান দেওয়ার পর থেকে নিখোঁজ


ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে যে, সেখানকার শ্রীবিজয়া এয়ার তাদের একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। আজ জাকার্তা থেকে উড়ান দেওয়ার অল্প পরে ঐ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফ্লাইট SJ182 বর্নিও দ্বীপের পন্টিয়ানকের পথে ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ঐ বিমানে ৫০ জনেরও বেশি লোক ছিলেন। সেখানকার ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস বলছে ঐ বোয়িং 737 জাকার্তা থেকে রওয়ানা চার মিনিট পর, এক মিনিটেই ১০,০০০ ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে আসে।

সরকারী মুখপাত্র অদিত ইরাবতী এক বিবৃতিতে বলেন, নিখোঁজ বিমানটির ব্যাপারে সেখানকার জাতীয় সন্ধান ও উদ্ধার বিভাগ ও জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির সমন্বয়ে তদন্ত চালানো হচ্ছে ।

XS
SM
MD
LG