NATO মহাসচিব বলেছেন ন্যাটো সদর দপ্তরে ন্যাটো ও রাশিয়ার মধ্যেকার INF TREATY আলোচনায় দুটি পক্ষের কোনো অগ্রগতি হয়নি I মহাসচিব, STOLTENBERG বলেছেন রাশিয়ার তরফে চুক্তির শর্তাবলী মানবার কোনো লক্ষণ দেখা যায়নি ; তবে তিনি জানান ন্যাটো রাশিয়াকে SSC-8 Cruise মিসাইল ধ্বংসের ব্যাপারে চাপ অব্যাহত রাখবে I এই মারণাত্মক ক্ষেপণাস্ত্র ৫,৫০০ কিলোমিটার অতিক্রম করে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম I
অন্যদিকে রাশিয়া বলেছে যে, প্রাক্তন প্রেসিডেন্ট,রোনাল্ড রেগান ও সোভিয়েত নেতা, মিহাইল গর্বাচেভের মধ্যে স্বাক্ষরিত INF চুক্তি তারা পুরোপুরি মেনে চলেছে, যে চুক্তির আওতায় দুটি দেশই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের ব্যাপারে সম্মত হয়েছে I