অ্যাকসেসিবিলিটি লিংক

নিজেদের লোকের আক্রমণেই আফগান নিরাপত্তা বাহিনীর ২৫ জন নিহত


File Photo
File Photo

আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন পূর্বাঞ্চলের গজনি প্রদেশে তালিবান অনুপ্রবেশকারিরা আজ সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ জন সদস্যকে হত্যা করেছে।

ভেতর থেকেই এই আক্রমণ চালানো হয় ক্বারাবাগ জেলায় যখন শুক্রবার রাতে সাতজন নিরাপত্তা কর্মির একটি দল স্থানীয় একটি সেনা চৌকিতে তাদের বন্দুক তাক করে তাদেরই সহকর্মীর বিরুদ্ধে।

জেলা প্রধান গোলাম হাবিব জেরাক ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই হামলাকারিরা ঐ ঘাঁটি থেকে বেরিয়ে যাবার সময়ে অস্ত্র শস্ত্র এবং সামরিক বাহিনীর গাড়ি নিয়ে যায় এবং তারা ঐ অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়। তিনি বলেন ঐ ঘটনায় কমপক্ষে দু জন আআফগান সৈন্য আহত হয়েছে।

তালিবান তাদের বিবৃতিতে দাবি করেছে যে ঐ আক্রমণে আফগান নিরাপত্তা বাহিনীর ৩২ জন নিহত হয়েছে এবং তারা ঘাঁটিটি দখল করে নিয়েছে। তবে বিদ্রোহীদের এ রকম দাবি প্রায়ই অতিরঞ্জিত হয়।

আফগান নিরাপত্তা বাহিনী এ বছর প্রায় নিজেদের লোকদের দ্বারাই প্রায় ৫০ টি আক্রমণের সম্মুখীন হয়েছে।

XS
SM
MD
LG