প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিভিন্ন অঙ্গ রাজ্যের গভর্ণরদের অবিলম্বে গীর্জা, সিনাগগ, মসজিদ এবং অন্যান্য প্রার্থনার স্থান খুলে দেয়ার জন্য অঙ্গরাজ্যের গভর্ণরদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলছেন এই মহামারির সময়ে এই স্থানগুলোও জরুরি জায়গা, যেখানে জরুরি পরিষেবা দেওয়া হয়। গতকাল ট্রাম্প বলেন যে তাঁর আদেশে রোগ নিয়ন্ত্রণও প্রতিরোধ কেন্দ্র বিভিন্ন ধর্মসম্প্রদায়ের লোকজনের জন্য নির্দেশকা জারি করছে। ট্রাম্প সেই সব গভর্ণরের সমালোচনা করেন যারা মদের দোকান এবং গর্ভপাতের ক্লিনিকগুলোকে জরুরি স্থান বলে খুলে দিয়েছেন অথচ গীর্জা এবং অন্যান্য উপাসনালয় বন্ধ রেখেছেন। তিনি হুমকি দেন যে সুরক্ষার কারণ দেখিয়ে কোন গভর্ণর যদি উপাসনালয় বন্ধ রাখতে থাকেন তা হলে তিনি এ ব্যাপারে গভর্ণরকে উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রয়োগ করবেন।
ট্রাম্প অবশ্য বলেন যাজক, রাব্বাই ইমাম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের এটা নিশ্চিত করতে হবে যে প্রার্থনার সময়ে তাঁরা একত্রিত হলে, তাঁদের প্রার্থনাস্থলটি যাতে নিরাপদ থাকে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশিকাতেই বলা আছে কি ভাবে উপসানলয়গুলোকে জীবাণুমুক্ত করা হবে এবং ধর্মীয় সমাবেশে কি কি পরিবর্তন আনা হবে।
প্রেসিডেন্টের এই ঘোষণাকে ধর্মীয় স্বাধীনতা রক্ষাকারী সংগঠন ফার্স্ট লিবার্টি স্বাগত জানিয়েছে। তবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় উপাসনাস্থল খুলে দেয়ার ব্যাপারে প্রেসিডেন্টের এই ঘোষণাকে সতর্কতার সঙ্গে নিচ্ছে। এখানকার ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস বলেছে এত তাড়াতাড়ি উপাসনালয় খুলে দেয়ার সিদ্ধান্ত তাদের কথায় দায়িত্বহীনতার পরিচয়। ঐ কাউন্সিলের যোগাযোগ বিষয়ক পরিচালক বলেছেন সিডিসি ‘র কাছ থেকে আমরা যে পরামর্শ পাচ্ছি তাতে উপাসনার স্থানগুলো খুলে দেবার পেছনে কোন যুক্তি নেই, খুলে দেয়াটা হবে অত্যন্ত বিপজ্জনক। উপাসনালয় খুলে দেবার জন্য ট্রাম্পের এই আহ্বানে আমেরিকান মুসলমানরাও বোধ হয় সাড়া দিচ্ছেন না এবং বাড়িতে বসে ঈদুল ফিতর পালনের কোন পরিকল্পনা তাঁরা পরিবর্তন করছেন না।