অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্কে ১৬১ জন শিশু করোনাভাইরাস সংশ্লিষ্ট রহস্যজনক রোগে আক্রান্ত


বিশ্বব্যাপী এখন কভিড-১৯ এ সংক্রমিত ব্যক্তির সংখ্যা হচ্ছে বায়ান্ন লক্ষেরও বেশি এবং এতে প্রাণ হারিয়েছে মোট তিন লক্ষ আটত্রিশ হাজার লোক। যুক্তরাষ্ট্র এখনও এই জীবাণুর কেন্দ্রস্থল হয়ে রয়েছে। এখানে ষোলো লক্ষেরও বেশি লোক সংক্রমিত হয়েছে। এরপরই রাশিয়ার স্থান। সেখানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা তিন লক্ষ ছত্রিশ হাজার। আর তার পরই রয়েছে ব্রাজিল সেখানে তিন লক্ষ একত্রিশ হাজার লোক সংক্রমিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির পরিচালক মাইকেল রায়ান বলেছেন এক অর্থে এখন দক্ষিণ আমেরিকা এই রোগের কেন্দ্রস্থল হয়ে উঠছে। আর এই মুহুর্তে ব্রাজিলই হচ্ছে সব চেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সাও পোলোর অদূরে একটি গোরস্থানে একজন গোর খোদক বলছে, এক নাগড়ে বারো ঘন্টা ধরে কাজ করছি এবং বিরতিহীন ভাবে একের পর এক লোককে কবর দিচ্ছি।

চিলি মেক্সিকো এবং পেরুতেও সংক্রমণের সংখ্যা ক্রমশই বাড়ছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে নিউ ইয়র্কে কমপক্ষে ১৬১ জন শিশু করোনাভাইরাস সংশ্লিষ্ট রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছে। অন্তত তিন জন শিশু, যাকে বলা হচ্ছে Multisystem Inflammatory Syndrome তাতেই মারা গেছে।

XS
SM
MD
LG