অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে জুলাই মাসে আয়োজন করা হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা


অবশেষে মিলল সুখবর।পুস্তকপ্রেমীরা হাঁপ ছেড়ে বাঁচলেন। এ বছরের স্থগিত থাকা বইমেলা আয়োজিত হতে চলেছে আগামী জুলাই মাসে। স্থান সল্টলেকের সেন্ট্রাল পার্ক। কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতার গণমাধ্যমকে তেমনটাই জানাল 'পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড'। গিল্ড নিশ্চিত করেছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মেলার আয়োজন করা হবে। গিল্ড আরও জানিয়েছে, আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার 'ফোকাল থিম কান্ট্রি' হতে চলেছে বাংলাদেশ।

এ বছরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। একইসঙ্গে ২০২১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৫০ বছরও। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।

একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫ তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

XS
SM
MD
LG