অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক শরণার্থী দিবসে, জাতিসংঘ শরণার্থী সংস্থার উদ্বেগ প্রকাশ 


আন্তর্জাতিক শরণার্থী দিবসের বার্ষিকীতে, শরণার্থী এজেন্সী জানায়, এ বছর দমন ও সহিংসতায় ৩,১৭৪ শরণার্থীর মৃত্যু হয়েছেI সংস্থাটি জানায়, এই মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ হাজার হাজার শরণার্থী, বিপদসংকুল অচেনা যাত্রায়, মরুভুমি, জলপথ, পাহাড় ও জঙ্গলপথে পাড়ি দেবার সময় অনেকের মৃত্যু হয়, তাদের সেই মৃত্যু কখনো রেকর্ড করা হয়নাI

তবে সংস্থাটি জানায়, বিশ্বময় এ বছর, শরণার্থীদের মৃত্যুর হার আগের বছরের চাইতে কমI তবে অনেক অজানা রুটে মৃত্যুর হার বহুলাংশে বৃদ্ধি পেয়েছেI যেমন, ২০২০ সালে স্পেনের ক্যানারি দ্বীপের রুটে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের, অথচ ২০১৮ সালে ঐ একই রুটে মাত্র ৪৫ জনের মৃত্যু হয়েছিলI

XS
SM
MD
LG