অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা গড়ার উদ্যোগ


করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে ইউরোপীয় দেশের নেতারা একটি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ও ফান্ড গড়ার উদ্যোগ নিয়েছেনI ব্রিটেনের পত্রিকা,The Independent এই ঘোষণা দিয়ে জানায় বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী ও বহু ভ্যাকসিনের উদ্ভাবনকারী লুই পাস্তুরের অনুপ্রেরণায় তাঁরা এই সংস্থা গড়তে উদ্যোগী হয়েছেনI গ্রূপটি জানায় তাদের লক্ষ্য সোমবারের মধ্যে online campaign 'র সহায়তায় ৮ বিলিয়ন ডলার ফান্ড গড়ে তোলাI

গ্রূপে স্বাক্ষরদানকারী নেতারা হচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল, নরওয়ের প্রধানমন্ত্রী এম্মা সোলবার্গ এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লিয়েন I

XS
SM
MD
LG