অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব পানি দিবস: মিঠা পানির সমস্যা ও অন্যান্য বিষয়ে ড. রাশেদ চৌধুরীর মূল্যায়ন


Dr Rashed Chowdhury

২২ মার্চ সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পানি দিবস।

এ উপলক্ষে আমরা কথা বলি পানি সম্পদ ও জলবায়ু বিষয়ে বিশেষজ্ঞ ড. রাশেদ চৌধুরীর সঙ্গে।

Dr. Rashed Chowdhury
Dr. Rashed Chowdhury

ড. রাশেদ চৌধুরী হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি এবং Joint Institute for Marine and Atmospheric Research'র Pacific ENSO Applications Climate Centerএ প্রধান গবেষণা বিজ্ঞানী।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পানি সংরক্ষণ ও মিঠা পানির সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। ড. রাশেদ চৌধুরীর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:12:29 0:00

এ বছর জাতিসংঘের মূল থিম ছিল ‘Nature for Water’। এর লক্ষ্য হচ্ছে প্রকৃতি ভিত্তিক সমাধান খুঁজে বার করা।

বর্তমানে বিশ্বব্যাপী fresh water বা মিঠা পানির সমস্যা সম্পর্কে ড. রাশেদ চৌধুরী মূল্যায়ন করেন।

আগামীতে পানির সরবরাহের স্বল্পতা ও একই সাথে চাহিদা বেড়ে যাওয়ার কারণে কোন ধরণের প্রতিক্রিয়া দেখা যাবে, পানি যদি তেলের মত অর্থকারী সম্পদে পরিণত হয়ে উঠে তাহলে তার প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে ড. রাশেদ চৌধুরী বিস্তারিত ভাবে আলোচনা করেন।

XS
SM
MD
LG