ইউরোপীয়ান ল’ এনফোর্সমেন্ট এজেন্সি-ইউরোপোলের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশগুলো ক্রমবর্ধমান জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে। নেদারল্যান্ড ভিত্তিক সংস্থাটির ২০১৬ সনের ৬০ পৃষ্ঠার এই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস ও আল কায়েদার উত্থান ঘটেছে। বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এ অঞ্চলে ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। রিপোর্টে বাংলাদেশে ব্লগার, শিয়া সম্প্রদায়, পুলিশ ও বিদেশিদের ওপর হামলার একাধিক ঘটনা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, আল কায়েদার ভারত উপ-মহাদেশ শাখা এবং আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সংগঠিত সন্ত্রাস ও তা মোকাবিলার বিষয় নিয়ে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় হুমকি সর্বোতভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো অব্যাহতভাবে জিহাদি সন্ত্রাসের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করছে। এর সঙ্গে যুক্ত বিদেশি জঙ্গিরা।
মতিউর রহমান চৌধুরী, লন্ডন