অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ি প্রতিনিধি আব্দুল কে মোমেনের সাক্ষাত্কার ।


বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ি প্রতিনিধি আব্দুল কে মোমেনের সাক্ষাত্কার ।
বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ি প্রতিনিধি আব্দুল কে মোমেনের সাক্ষাত্কার ।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধি আব্দুল কে মোমেন বলেন - বাংলাদেশ তার অভিজ্ঞতার কথা তুলে ধরবে বিশ্বের দরবারে । ইতিমধ্যেই বাংলাদেশ যে সহশ্রাব্দ লক্ষ মাত্রা পূরণ করে জাতিসংঘের তরফে পুরস্কৃত হয়েছে , রাষ্ট্রদূত মোমেন সকথা উল্লেখ করেন । বাংলাদেশ এই প্রথম জাতিসংঘের পীসবলইং মিশনের চেয়ারম্যান পদে নির্বাচীত হয়েছে । এছাড়া বাংলাদেশ আগামীতে রিও প্লাস টুয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে সেখানে টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরবে । রাষ্ট্রদূত আব্দুল কে মোমেনের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG