অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ,ভারত, নেপাল,ভুটানের ভূমিকম্প নিয়ে অধ্যাপক বিমল কান্তি পাল


বাংলাদেশ,ভারত, নেপাল,ভুটানের ভূমিকম্প নিয়ে অধ্যাপক বিমল কান্তি পাল
বাংলাদেশ,ভারত, নেপাল,ভুটানের ভূমিকম্প নিয়ে অধ্যাপক বিমল কান্তি পাল

রবিবারের ভূমিকম্প গোড়ায় ৬ দশমিক আট মাত্রার বলা হয়েছিলো – এখন বলা হচ্ছে এর চেয়েও ঐ ভূমিকম্প আরো কিছু বেশি শক্তির ছিলো । কেন্দ্রবিন্দু ছিলো সিকিমে। ভারত আর নেপাল মিলিয়ে বেশ কিছু লোক প্রাণ হারিয়েছেন , ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে । ঢাকাসহ বাংলাদেশে এ ভূমিকম্প আঘাতে হেনেছে । আমরা অনেক দিন থেকেই শুনে আসছি বাংলাদেশ ,পশ্চিম বঙ্গ ভুমিকম্প প্রবন এলাকায় পড়ে । বিশেষজ্ঞেরা বলেন ভুমিকম্পের পর পর সাধারনত: কম্পন-পরবর্তি ঝটকা বা আফটার শক হতে দেখা যায় । রবিবারেও দিনাজপুর এলাকা থেকে অন্তত: আমরা কিছু আফটার শকের খবর পেয়েছি , এটার কতোদিন পর্যন্ত স্থায়ী হতে পারে ? এর জবাবে বিমল কান্তি পাল জানান – আফটার শক সাধারনত: তুলনামুলক স্বপ্ল মাত্রায় হয়, তবে তা প্রায়ই হতে দেখা যায় ।ভূমিকম্প প্রতিরোধ করা হয়তো যায়না, কিন্তু সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া সম্ভব এবং সেটা নেওয়া দরকার বলে মন্তব্য করেন ক্যানসাস স্টেট য়ুনিভার্সিটির অধ্যাপক ডক্টর বিমল কান্তি পাল ।

XS
SM
MD
LG