অ্যাকসেসিবিলিটি লিংক

ডক্টর সাঈদ জাফরের সাক্ষাত্কার কোলোনোস্কোলি পরিক্ষা বিষয়ে


নিউ ইংল্যান্ড মেডিকেল জার্নালের সাম্প্রতিক এক গবেষনা রিপোর্টে বলা হয়েছে কোলোনোস্কপি পরিক্ষার মাধ্যমে কোলোন ক্যান্সারে মৃত্যুর ঝূঁকি বহূলাংশে কমানো যেতে পারে । একবার কোলোনোস্কোপি পরিক্ষা করার পর ১০ বছর পর্যন্ত ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় বলে ঐ গবেষনা রিপোর্টে বলা হয়েছে । কোলোন ক্যান্সারের অন্য আরো দুটি পরিক্ষা রয়েছে তবে , সেগুলোর ঝূঁকি-মেয়াদ তিন বা এক বছরের – এই প্রথম দশ বছর পর্যন্ত চিন্তামুক্ত থাকার মতো একটা পরিক্ষা বিষয়ে চিকিত্সা বিজ্ঞানীরা নিশ্চিন্ত হলেন । উল্লেখ্য পঞ্চাশোর্ধ বয়সেই কোলোন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং এই কোলোন ক্যান্সারকেই চিকিত্সকেরা দ্বিতিয় নম্বরের , মৃত্যুর হেতু রুপে চিহ্নিত করে থাকেন – বিষয়টি নিয়ে আমরা কথা বলি জর্জিয়া রাজ্যের এ্যাটলান্টায় ভেটেরার্নস এ্যাফেয়ার্স চিকিত্সা কেন্দ্রে কর্মরত চিকিত্সক-ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সঈদ জাফরের সঙ্গে । তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG