নোবেল শান্তি পুরস্কার জয়ী, বিশ্বে ক্ষুদ্র ঋণের প্রবক্তা প্রফেসার মোহাম্মদ ইউনূস, তাঁর প্রতিষ্ঠিত গ্রামীন ব্যাঙ্কের বিদেশি অনুদানের অর্থ আত্মস্যাত করার অভিযোগ অস্বীকার করেছেন রবিবার ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে। বেশ কয়েক দিনের বিদেশ সফর শেষে ঢাকা ফিরে শনিবার তিনি ঐ সংবাদ সম্মেলনে বক্তব্যের অবতারনা করেন।
তাঁর ঐ বিদেশ সফরের সময়ই নরওয়ের এক পুরস্কার জয়ী সাংবাদিক গ্রামীন ব্যাঙ্কের দেওয়া নরওয়ের অনুদানের অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরিত করার খবর প্রকাশিত হওয়ার পর, বাংলাদেশের সংবাদ মাধ্যমে তা নিয়ে তুলকালাম শুরূ হয়। ভয়েস অফ আমেরিকার ঢাকা সংবাদদাতার রিপোর্টের প্রেক্ষিতে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগ প্রফেসার ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলে।