অ্যাকসেসিবিলিটি লিংক

নওশাবা রশিদ রূবনার সাক্ষাত্কার - আনীস আহমদের নেওয়া ।


নওশাবা রশিদ রূবনার সাক্ষাত্কার - আনীস আহমদের নেওয়া ।
নওশাবা রশিদ রূবনার সাক্ষাত্কার - আনীস আহমদের নেওয়া ।

সাক্ষাত্কার পর্বের আজকের অতিথী নওশাবা রশিদ রূবনা । রূবনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান হোসএবং বৃহত্তর স্যান ফ্র্যান্সিসকো অঞ্চলের এক সাংষ্কৃতিক কর্মি । তিনি যুক্তরাষ্ট্রে আসেন সেই ১৯৮৫ সালে । কিন্তু শেকড়ের টানে অনুভব করেন বাংলাদেশকে , বাঙ্গালী সংষ্কৃতিকে । পেশায় আর্থিক পরিকল্পনা সঙ্গে জড়িত কিন্তু নতুন প্রজন্মকে বাংলাদেশের সংষ্কৃতির দিকে আকৃষ্ট করতে নওশাবা রশিদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন , তাঁর প্রবাস জীবনের গোড়া থেকেই । কিছুদিন আগে আনিস আহমেদ গিয়েছিলেন স্যান ফ্র্যান্সিসকোতে । সে সময় নেওয়া হয এ সাক্ষাত্কারটি ।

XS
SM
MD
LG