অ্যাকসেসিবিলিটি লিংক

দীর্ঘদিন কারাভোগের পর সদ্য মুক্তি প্রাপ্ত বর্মি নেত্রী অন সান সূ চী


NLD ႐ုံးခ်ဳပ္ေရွ႕တြင္ ေထာက္ခံသူမ်ားကို ႏႈတ္ဆက္ေနသည့္ ေဒၚေအာင္ဆန္းစုၾကည္။ ႏုိ၀င္ဘာ ၁၅၊ ၂၀၁၀။
NLD ႐ုံးခ်ဳပ္ေရွ႕တြင္ ေထာက္ခံသူမ်ားကို ႏႈတ္ဆက္ေနသည့္ ေဒၚေအာင္ဆန္းစုၾကည္။ ႏုိ၀င္ဘာ ၁၅၊ ၂၀၁၀။

Vrinda (Body CS)

গণতন্ত্রের মানস কন্যা , গণতন্ত্রের হিরো , নারী ক্ষমতায়নের মডেল – ইত্যাদি নানান নামে অভিসিক্ত করা হচ্ছে , দীর্ঘদিন কারাভোগের পর সদ্য মুক্তি প্রাপ্ত বর্মি নেত্রী অন সান সূ চীকে । দক্ষিন এশিয়ার রাজনীতি অঙ্গনের বেশ কিছু উজ্বল নামের সঙ্গে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারে ভুষিত অন সান সূ চীর নাম । আমরা তাঁর মুক্তি , তাঁর রাজনৈতিক কর্মকৌশল এবং ভবিষ্যত বর্মি রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রেলেশান্সের অধ্যাপক ডক্টর আমেনা মহসিনের সঙ্গে । ডক্টর আমেনা মহসীন বলেন – দক্ষিন আফ্রিকার নেলসন মান্ডেলার মতো অন সান সূ চীও , গান্ধীবাদের অহিংস পথ ধরে সমঝোতার হাত বাড়িয়েছেন , যে সামরিক জান্তা দীর্ঘদিন তাঁকে কারারুদ্ধ রেখেছে তাদের সঙ্গেই সংলাপের মাধ্যমে জাতিয় রাজনৈতিক সংকটের নিস্পত্তির প্রস্তাব করেছেন । প্রফেসার আমেনা মহসীন ব’লছেন – নারীবাদের শক্তিঋদ্ধ অন সান সূ চী এভাবেই হয়তো নারী ক্ষমতায়নকে আরো মজবুত বুনিয়াদে প্রতিষ্ঠিত করবেন ।

XS
SM
MD
LG