অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান-জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার মধ্যেকার আলোচনা নিয়ে সাক্ষাত্কার ওমর ফারূকের


ইরান কতৃপক্ষের সঙ্গে জাতিসংঘের পারমানবিক সংস্থা অন্তর্গত কর্তাব্যক্তিদের দু’দিনের আলোচনা শুরূ হয়েছে ভিয়েনায় । যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে ইরানের ওপর তার বিতর্কিত পারমানবিক কর্মসূচীর কারনে বলবত আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার উদ্দেশে বারবারই নৌ চলাচল নিয়মবিধি লংঘন করেছে । যুক্তরাষ্ট্রের পত্রিকাটির এহেন বক্তব্যের যৌক্তিকতার মূল্যায়ন এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA যে ভিয়েনা আলোচনায় তেহরানের অদূরবর্তী পারচীন সামরিক স্থাপনায় প্রবেশাধিকারের জন্যে চাপ দেবে বলে মনে করা হচ্ছে , যেচাপের মূখে – এ অবধি ইরান এ অনুমতি দেয়নি এবং সন্দেহ হয় যে ওখানে ইরান বিস্ফোরণ পরিক্ষার একটা আধার নির্মান করেছে । মূলত: এ দুটি প্রশ্ন নিয়ে কথা বলেছেন দীর্ঘদিন মধ্যপ্রাচ্য নিবাসী সংবাদ ভাস্যকার-সংবাদ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারূক ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG