সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি সেনা ও সেনাবাহিনীর পক্ষত্যাগী সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়।লন্ডন ভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে শনিবার, তুরষ্কের সঙ্গে সীমান্তের কাছে, সূর্যদয়ের আগে, ইদলিব শহরে যে লড়াই হয় লোকজন নিহত হয় ।জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা সিরিয়ার তীব্র নিন্দা জানিয়ে ভোট দেওয়ার একদিন পরে এই সাম্প্রতিকতম মৃত্যুর খবর পাওয়া গেল। জাতিসংঘের মানবাধিকার পরিষদ বলেছে, সিরিয়ার সরকার প্রতিবাদ দমনের সময় ব্যাপক ভাবে ও পুর্ব পরিকল্পিত ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে । যুক্তরাষ্ট্রে , ভার্জিনিয়া য়ুনিভার্সিটির আরব-এ্যামেরিকন শিক্ষক প্রফেসার গাইদা আল আলি মনে করেন সিরিয়া পরিস্থিতি , তিউনিসিয়া বা মিশরের তুলনায় অনেক বেশি জটিল । ইরাকে জন্মগ্রহনকারী আরব মহিলা গাইদা আল আলি মনে করেন সিরিয়ায় বাশার প্রশাসনের বিরোধী ও সরকারী দলের সমর্থক দু’ই পক্ষ ছাড়া তৃথিয় তুলনামুলক একটি ছোটো দলও রয়েছে যারা কিনা এমনিতে নিশ্চুপ থাকলেও সিরিয়ার ভববিষ্যত নিয়ে বেশ দূশ্চন্তাগ্রস্ত । তাঁদের উদ্বেগ ভববিষ্যতে বাশার পরবর্তী সময়ে যে দলই আসবে সংড়্যালঘুদের ব্যাপারে তাদের মনোভবাব বা আচরন কেন হবে সেটা বেশ অনিশ্চিত । ওয়াশিংটনে মিডল ইস্ট স্টাডিয এ্যাসোসিয়েশানের বাত্সরিক বৈঠক চলাকালে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে প্রফেসার গাইদা আল আলি এসব মন্তব্য করেন ।