ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক প্রফেসার রোকেয়া সুলতানা ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেন স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশে চারুকলার বিকাশে প্রভূত অগ্রগতি হয়েছে । প্রতিবেশি দেশের সঙ্গে পারস্পরিক আদন-প্রদান ও বিনিময়ের ফলে এ ক্ষেত্রটি আরো শক্তিশালি হয়েছে । রোকেয়া সুলতানা এখন যুক্তরাষ্ট্রের নেব্রাসকায় ফূলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন । ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীন তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন ।