অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার ।


চীনের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার ।
চীনের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার ।

চীনের ভাইস প্রেসিডেণ্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে তাঁর বর্তমান সফরে যে গুরুত্ব পাচ্ছেন তেমনটি আগে দেখা যায়নি । পররাষ্ট্র দফতরে খুবই গুরুত্বের সঙ্গে তাঁকেস্বাগত: জানানো হয় – প্রতিরক্ষা দফতরে ১৯ গান স্যালিউটে তঁকে বরন করা হয় – হোয়াইট হাউসে দীর্ঘ সময় প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলারসূযোগ পান তিনি – এ গুরুত্ব কি এজন্যেই নয় যে অদূর ভবিষ্যতে তিনি চীনের সর্বাগ্রগন্য অধিকর্তার পদে অধিষ্ঠিত হবেন – সে সম্ভাবনাতো রয়েছেই সেইসঙ্গে সবচেয়ে শক্তিধর অর্থনীতির দেশ দু’টির পারস্পরিক সম্পর্ক শুধু দেশ দুটিরই জন্যেই নয় – প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চল তথা গোটা বিশ্বের জন্যেই তা অতীব গুরুত্বপুর্ন । শি জিনপিংয়ের সঙ্গে এ সফরে এসেছেন চীনের সবচেয়ে বড়ো বড়ো বানিজ্য প্রতিষ্ঠানের বেশ ক’জন অধিকর্তা , এ থেকে মনে করা যেতেই পারে , বানিজ্য ভারসাম্য , মুদ্রার মূল্যমান এসব নিয়েও কথাবর্তা হ’য়েছে , যদিও নীতিভঙ্গি সংশ্লিষ্ট সিদ্ধান্তসূচক কোনো পদক্ষেপ গ্রহন শি জিনপিংয়ের এখতিয়ারে এই পর্যায়ে থাকবার কথা নয় । মানবাধিকার চীনের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় , এখানে শি জিন পিং যাই মন্তব্য করেছেন , হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ফিলিম কাইনের মন্তব্যে তাকে নতুন কিছু নয় বলে আখ্যায়িত করা হয়েছে । এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন নিউ ইয়র্ক নিবাসী ডক্টর সেলিম জাহান । চীনের ভাইস প্রেসিডেণ্ট শী জিনপিং তাঁর যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে এখন ক্যালিফোর্নিয়ায় রয়েছেন – ওখান থেকেই তিনি দেশে ফিরে যাবেন । যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে , ভাইস প্রেসিডেন্ট জৌ বাইডেনের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে – পেন্টাগনে তাঁকে ১৯ গান স্যালিউট দিয়ে স্বাগত: জানানো হয়েছে , পররাষ্ট্র দফতরে উষ্ন সম্ভাষন জানানো হয়েছে । তাঁর এ সফর নিয়ে নিউ ইয়র্ক নিবাসী সংবাদ ভাস্যকার-বিশ্লেষক-অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG