অ্যাকসেসিবিলিটি লিংক

উন্নয়নকে এখন আরো বড়ো পরিসরে বিবেচনা করা হয - শিক্ষা স্বাস্ত সব মিলিয়ে


উন্নয়নকে এখন আরো বড়ো পরিসরে বিবেচনা করা হয - শিক্ষা স্বাস্ত সব মিলিয়ে
উন্নয়নকে এখন আরো বড়ো পরিসরে বিবেচনা করা হয - শিক্ষা স্বাস্ত সব মিলিয়ে

বাংলাদেশের ব্র্যাক য়ূনিভার্সিটীর Development Institute-এর গবেষনা কাজে ব্যাপৃত রয়েছেন জনগোষ্ঠীর অবস্থান নির্নায়ক ও পরিসংখ্যাবিদ সিমিন মাহমূদ । সম্প্রতি ওয়াশিংটনে , যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তাঁর সঙ্গে দেখা হয় বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীনের । তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

সিমিন মাহমুদ বলেন সহশ্রাব্দ লক্ষমাত্রা অনেকখানিই অর্জিত হ’য়েছে – প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশ মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুহার হ্রাসে , প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বেশি অগ্রগতি অর্জন ক’রেছে । বাংলাদেশ উন্নয়ন কর্মকান্ডকে এখন আরো বিস্থ্ত পরিসরে দেখা হচ্ছে – শিক্ষা , স্বাস্থ , পরিবেশ এসবও এখন উন্নয়ন কর্মকান্ডে শামিল হ’চ্ছে ।

বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতায়নে মেয়েরা এখনো পিছিয়ে রয়েছেন ব’লে মনে করেন সিমিন মাহমুদ। বলেন – শ্রম বাজারে যেসব কর্মসংস্থানে উচ্চতরো শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ ক’রতে হয় , সেখানে মেয়েরা এখনো শরিক হ’তে পারছেন না।

শিক্ষালয়গুলোতে ভর্তি সংখ্যার দিক থেকে বৃদ্ধি অর্জিত হ’লেও শিক্ষার গূনগত মান এখনো নাগালে আসছেনা। দেশের নিতি নির্ধারণ স্তরে মেয়েরা এখনো কাংখিত মাত্রায় পৌঁছুতে পারেন নি ব’লে মনে করেন বাংলাদেশের ব্র্যাক য়ূনিভার্সিটির ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের গবেষক সিমিন মাহমুদ ।

XS
SM
MD
LG