অ্যাকসেসিবিলিটি লিংক

প্রসবকালীন জটিলতার কারণে ফিস্টুলা রোগের উৎপত্তি এবং তার প্রতিকার: ডক্টর ইফতেখার মাহমুদের সঙ্গে আলোচনা


প্রসবকালীন জটিলতার কারণে মায়েদের কারো কারো যে জননেন্দ্রিয় ক্ষত সৃষ্টি হয়ে থাকে এবং পরবর্তীকালে যা কিনা নিদারুণ দৈহিক, মানসিক এবং এর পরিণতিতে সামাজিক সংকটও খাড়া করতে পারে, সেই ফিস্টুলা কেন হয়, তার প্রতিকার কি হতে পারে – ইত্যাদি নিয়ে আমরা কথা বলি বাংলাদেশের কক্সবাজার এলাকার হোপ ফাউন্ডেশান ও হোপ হাসপাতালের চিকিৎসক-ফিস্টুলা অস্ত্রপচার সংশ্লিষ্ট শল্য চিকিৎসক- মায়ামী প্রবাসী ডক্টর ইফতেখার মাহমুদের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

XS
SM
MD
LG