অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার অবৈধ , এ দাবি সঠিক নয় : আবেদ খান


বাংলাদেশের সাংঘর্ষিক রাজনীতি , নির্বাচন কালীন অন্তবর্তী সরকার নিয়ে প্রধান মন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর পরস্পরবিরোধী প্রস্তাব , বিরোধী নেত্রীর জনসভা থেকে দু দিনের আলিটমেটাম , এ সব নিয়েই , ঢাকার প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক আবেদ খান ভয়েস অফ আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেন যে দুই দলের মধ্যে সংলাপের যে কথা উঠেছে সে সম্পর্কে তিনি ব্যক্তিগত ভাবে খুব একটা আশাবাদী নন। বিরোধী জোট এবং সরকারী জোটের মধ্যে যে প্রায় মেরুবর্তী ব্যবধান , বিশেষত নির্বাচনকালীন অন্তবর্তী সরকার গঠনে তাদের যে ভিন্ন দৃষ্টি ভঙ্গি তাতে সংলাপ সফল হবার ব্যাপারে তিনি খুব একটা আশা করেন না। তিনি বলেন যে এই সংলাপ বিদেশী কুটনীতিকদের সন্তুষ্ট করার কারণে , ঠিক কোন নিস্পত্তিতে পৌছুনোর জন্য নয়।

আওয়ামি লীগ নের্তৃত্বাধীন সরকার ২৭শে অক্টোবর থেকে অবৈধ হয়ে যাবে বলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া মন্ব্য করেছেন , সেটি সঠিক নয় বলে আবেদ খান মনে করেন। তিনি বলেন যে জানুয়ারী মাস পর্যন্ত এই সরকারের মেয়াদ আছে। আন্দোলনের পথ বেছে নেওয়ার ব্যাপারে ছাত্র শিবিরের সাম্প্রতিক উক্তি সম্পর্কে আবেদ খান মনে করেন যে এরা বেগম জিয়ার জন্যে সমস্যার সৃষ্টি করছে। তিনি আশা করছেন যে নির্বাচন সঠিক পদ্ধতিতে , সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিএনপি ‘র অনেক সদস্যই যারা আশা করছেন যে তাঁরা জয়লাভ করবেন , তাঁরা নির্বাচন বর্জনের পক্ষে নয় । এমনকী তারা অন্য দলে যোগ দিয়েই নির্বাচনে অংশ নিতে পারে। তিনি সামনের দিনগুলোতে বড় রকমের গোলযোগের আশংকা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন যে গোলযোগের গুজব রটনা করে বিভ্রান্ত করা হয় , সাধারণ জনগণকে।

please wait

No media source currently available

0:00 0:05:22 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG