অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রিক চ্যালেঞ্জ সম্পর্কে অধ্যাপক রীয়াজের বিশ্লেষণ


প্রেসিডেন্ট বারাক ওবামা , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন। এই সময়ে তাঁর সামনে যেমন রয়েছে নানান রকমের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি সম্পর্কিত চ্যালেঞ্জ তেমনি আছে সম্ভাবনা। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির , Government and Politics বিভাগের প্রধান এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ বলছেন যে প্রেসিডেন্ট বারাক ওবমার এই দ্বিতীয় মেয়াদে তাঁর কাছে অভ্যন্তরীণ যে সব চ্যালেঞ্জ রয়েছে , সে সবগুলোর মধ্যে থাকছে অর্থনৈতিক চ্যালেঞ্জ , বিশেষত বাজেটে যে ঘাটতি আছে , সেটা কমানো । তাছাড়া অর্থনীতি যে আবার ঘুরে দাঁড়িয়েছে সম্প্রতি সেই ধারাটা বজায় রাখার জন্যে ঘাটতি কমাতে হবে। তা ছাড়া কতকগুলি সামাজিক খাতে প্রেসিডেন্ট ওবামা দীর্ঘ দিনের কিছু ব্যবস্থা টিকিয়ে রাখতে চান, সেগুলো দেশের নিম্ন ও মধ্য আয়ের লোকজনের জন্যে খুব জরুরি। তা ছাড়া একটি সামূহিক অভিবাসন নীতি ও জনঘণ চান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন যে বৈদেশিক নীতি ও কৌশলের ব্যাপারেও ওবামার সামনে চ্যালেঞ্জ রয়েছে নানান রকমের। আফগানিস্তান থেকে নেটো ও যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর , সেখানকার সুরক্ষার ব্যাপারটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তানের ভূমিকা ও নির্দিষ্ট করা প্রয়োজন। এক প্রশ্নের উত্তরে অধ্যাপক রীয়াজ বলেন যে আফ্রিকায় ইসলামপন্থিদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠিগুলি সাম্প্রতিককালে যে সমস্যা সৃষ্টি করছে , তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সে দিকে নজর দিতে পারে তবে দক্ষিণ এশিয়া এর পর ও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে । অধ্যাপক রীয়াজ ভারত মহাসাগর এবং তার আশ পাশ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক আগ্রহের কথা ও বলেন বিশেষত চীন ও ভারতের ক্রমবর্ধমান প্রভাব কমাতে।


please wait

No media source currently available

0:00 0:05:10 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG