১৯৭১এর স্বাধীনতা যুদ্ধের সময় সুদূর আমেরিকায় বসবাসকারী বাঙ্গালীরা প্রত্যক্ষ ভাবে দেশের স্বাধিকার অর্জনে সংগ্রাম করেছিলেন নানা ভাবে। পাকিস্তান সরকারের চাকরী ছেড়ে দিয়ে যারা আন্দোলনে সোচ্চার হয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন তাদের অন্যতম।
ওদিকে স্বাধীনতা সংগ্রামে বিশেষ কিছু কর্মসূচীতে সক্রিয় ভাবে কাজ করেছিলেন আবু সুলায়মান এবং তাঁর স্ত্রী সাজদা সুলায়মান। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে তাহিরা কিব্রিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সেই ঐতিহাসিক কিছু ঘটনার কথা জানালেন। সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিততাঁর ওয়াশিংটন সফরকালে ভয়েস অব এমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংগ্রামীদিনগুলোর অম্লান কিছু স্মৃতি তুলে ধরেছিলেন। আসুন ওয়াশিংটনে সেই দিনগুলির কিছু কথা শোনা যাক তাহলে।