অ্যাকসেসিবিলিটি লিংক

আশিফ এন্তাজ রবির সঙ্গে কথোপকথন


ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন স্টুডিওতে আশিফ এন্তাজ রবির সাক্ষাৎকার নিচ্ছেন আনিস আহমেদ ।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন স্টুডিওতে আশিফ এন্তাজ রবির সাক্ষাৎকার নিচ্ছেন আনিস আহমেদ ।
একুশের ভাষা আন্দোলনের মাস এই ফেব্রুয়ারি । একুশ যে কেবল বাঙালিকে তারা ভাষার অধিকার , তার স্বাজাত্যবোধের অধিকার দিয়েছে তাই-ই নয় , সাহিত্যে এনেছে স্বাতন্ত্রবোধ। আমাদের প্রিয় পরিচিত সাহিত্যিকদের ধারাবাহিকতায় আসছেন নতুন নতুন সাহিত্যিকও । আশিফ এন্তাজ রবি হচ্ছেন , তেমনি একজন তরুণ লেখক তাঁর কাগজের নৌকা উপন্যাসকে ভিন্নধর্মী করে তুলেছেন। বেশ কিছু দিন আগে , তিনি ওয়াশিংটনে আমাদের স্টুডিও তে এসেছিলেন , তখন তাঁর সাহিত্য চর্চা নিয়ে এক সাক্ষাৎকারে বলেন যে খুব অল্প বয়সে কোন এক “ বালিকার দৃষ্টি আকর্ষণের” জন্যে তাঁর লেখার শুরু কিন্তু সেই দৃষ্টি আকর্ষণ করা আর সম্ভব হয়নি। তার পর বহুদিন তিনি সক্রিয় সাহিত্য চর্চা করেননি । তিনি সাংবাদিকতা করেছেন অনেক দিন , ব্যক্তিগত প্রয়োজনেই । এই সাক্ষাৎকারে তিনি তাঁর উপন্যাস কাগজের নৌকার বিশেষ প্লট কাঠামোর উপর ও আলোকপাত করেছেন এবং ভবিষ্যতে আরও লেখার আশা প্রকাশ করেছেন।

please wait

No media source currently available

0:00 0:05:22 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG