অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে অবাধ ও সুষ্ঠ নির্বাচনই সকলের কাম্য : অধ্যাপক আলী রীয়াজ


আফগানিস্তানে প্রেসিডেন্ট এবং স্থানীয় নির্বাচনের প্রাক্কালে উপর্যুপরি সহিংসতার ঘটনা ঘটেছে। তালিবান এরই মধ্যে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে এবং ভোটারদের হুমকি দিচ্ছে। শুক্রবার দু জন বিদেশী মহিলা সাংবাদিককে গুলি করা হয়েছে এবং গুলি করেছে আফগান পুলিশ । এর মধ্যে একজন চিত্রসাংবাদিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ইলিনয় স্টেট ইউনিভার্সিটির Government and Politics বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন যে পুরো বিষয়টি নির্ভর করছে সেখানকার নিরাপত্তার ওপর এবং নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হচ্ছে তার ওপর । তিনি অতীতের নির্বাচনের উদাহরণ টেনে বলেন যে এবার ও প্রেসিডেন্ট হামিদ কারজাই সমর্থিত প্রার্থির তরফ থেকে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করা হতেই পারে। তবে তিনি বলেন যে এই প্রথম আফগানিস্তানে বিদেশী তত্বাবধান ছাড়াই নিয়মতান্ত্রিক উপায় নির্বাচন অনুষ্ঠানের সুযোগ এসছে।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন যে প্রধান যে সব ইস্যু এই নির্বাচনে উঠে আসবে তার মধ্যে রয়েছে নিরাপত্তার বিষয়টি এবং ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্য সৈন্য সেখানে রাখার ব্যাপারে সমঝোতা প্রসঙ্গ । হামিদ কারজাইয়ের পথ আগামি প্রেসিডেন্ট অনুসরণ করবেন , নাকি ভিন্ন পথ ধরবেন এটি নির্ভর করছে কে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হচ্ছেন তার উপর। এ প্রসঙ্গে ড রীয়াজ প্রেসিডেন্ট পদের তিন জন শীর্ষ প্রার্থির মধ্যে তূলনামুলক আলোচনা করেন।

please wait

No media source currently available

0:00 0:05:41 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG