অ্যাকসেসিবিলিটি লিংক

হরতাল পালন না করার অধিকার ও গণতান্ত্রিক : কাবেরী গায়েন


বাংলাদেশে বিরোধীদলের ডাকা হরতালের সময়ে ব্যাপক সহিংসতা এবং প্রাণ হানি এবং সেখানকার অন্তত দুটি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র সরকার । এই সম্পর্কেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন ভয়েস অফ আমেরিকাকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে বলেন যে সামগ্রিক ভাবে যে সহিংসতার মাত্রা সেটিকে নিয়ে বড় করে ভাবতে হবে । তিনি বলেন যে হরতাল কারও রাজনৈতিক অধিকার হতেই পারে গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু হরতাল পালন না করার অধিকার ও মানুষের থাকা চাই । মানুষের গণতান্ত্রিক অধিকারই যদি বিঘ্নিত হয় , জীবনই যদি সংকটাপন্ন হয় তা হলে কীসের রাজনীতি ।

ড কাবেরী গায়েন সাম্প্রতিক হরতালের সময়ে সামগ্রিক অবস্থার করুণ চালচিত্র তুলে ধরেন যেখানে নিরীহ লোকজন হতাহত হচ্ছেন এমন কী লাশ বাহী গাড়িও হরতালকারীদের সহিংসতার শিকার হচ্ছে। তিনি পাবনা ও ঈশ্বরদিতে হিন্দুদের ওপর নির্যাতরে কথা ও তুলে ধরে।

please wait

No media source currently available

0:00 0:05:28 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG