অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাসের কারণে ডায়াবেটিক রোগীরা কি চরম ঝুঁকির মধ্যে 


বিশ্বময় মানুষ এখন এক অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। এমন একটা সংকটময় সময়ে অন্য অসুখগুলোকে অনেকেই তেমন একটা আমল না। বিশেষ করে ডাবেটিস,উচ্চরক্ত চাপ ইত্যাদি। যারা ডাইবেটিক এবং ডায়ালাইসিস করছেন তাঁদের এই সময়ে সাবধান থাকতে হবে। কোনক্রমেই অবহেলা করা চলবে না।

Dr. Pravati 1
Dr. Pravati 1


ডাক্তাররা করোনা আক্রান্ত ডায়ালাইসিস রোগীদের কিভাবে চিকিৎসা করেন সে সম্পর্কে তাহিরা কিবরিয়া কথা বলেছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডঃ প্রভাতী দাসের সঙ্গে।

please wait
Embed

No media source currently available

0:00 0:12:01 0:00


বিস্তারিত জানতে অডিটে চাপ দিন।

XS
SM
MD
LG