অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদের নানা দিক আলোচনা করলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসার ডঃ আলী রিয়াজ


গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ৫০ জনের মৃত্যুর শোক সামলে উঠতে না উঠতেই নেদারল্যান্ডসে উডট্রেক্ট এলাকায় আরেকটি হামলা হয়ে গেল। বিগত কয়েক বছর বা দশকে, মূলত গোষ্ঠী গত সন্ত্রাসবাদের উত্থান যেমন দেখেছি তেমনি একে নির্মূল করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কিন্তু আমেরিকা থেকে শুরু করে বিশ্বের নানা স্থানে গোষ্ঠীগত নয় বরং একক ভাবে সন্ত্রাসী আক্রমণের সংখ্যাও নেহায়েত কম নয়। এই ধরনের সন্ত্রাসবাদ বৃদ্ধির কারণ কি? কিভাবে এর মোকাবেলা করা প্রয়োজন বিশেষ করে আদর্শিক সন্ত্রাসবাদ কমানো সম্ভব কিনা সেসব বিষয় নিয়ে কথা বলেছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসার ডঃ আলী রিয়াজ। তাঁর এই সাক্ষাতকারটি নিয়েছেন তাহিরা কিবরিয়া।

please wait
Embed

No media source currently available

0:00 0:11:31 0:00

সাক্ষাতকারটি বিস্তারিত শুনতে অডিওতে চাপ দিন।

XS
SM
MD
LG