সোমবার মিয়ান্মারে স্থানীয় সময় ভোর বেলায় সেখানকার সামরিক বাহনী গোটা দেশের কর্তৃত্ব গ্রহণ করে । তারা এক বছরের জন্য সে দেশে জরুরি অবস্থা জারি করে এবং দেশটির নেত্রী আন সান সুচিসহ, অনেক শীর্ষ স্থানীয় নেতাদের আটক করেছে। তাদের অভিযোগ সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সূচির দল কারচুপি করার ফলে সেনাবাহিনী সমর্থিত দলটি পরাজিত হয়। মিয়ান্মারের এই সেনা অভুত্থান এবং এর কারণ ও পরিণতি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্বাবিদ্য়ালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ ড ইমতিয়াজ আহমেদ । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ