অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাসের প্রতিফলন ঘটা উচিৎ আমাদের শিল্পকলায়: কামাল লোহানী


কামাল লোহানীর সাক্ষাৎকার নিচ্ছেন এই প্রতিবেদক।
কামাল লোহানীর সাক্ষাৎকার নিচ্ছেন এই প্রতিবেদক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী বলেছেন যে তাঁর সামনে এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অতীতের আবর্জনা পরিস্কার করা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহি সংস্কৃতির হৃত গৌরব পুনরুদ্ধার করা। তিনি সেই সঙ্গে বলেন যে বাংলাদেশের লোকজ সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের সংগ্রামি ইতিহাসের প্রতিফলন ঘটার প্রয়োজন রয়েছে আমাদের শিল্পকলায়। তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু একটি আইন করেছিলেন এবং সেই আইনে বাংলাদেশের লোকজ সংস্কৃতির চর্চাকে প্রণোদিত করেন।



বাঙালি মুসলমানের পরিচিতি সংকট থেকেই সাংস্কৃতিক কিছু সমস্যার উদ্ভব কী না এ সম্পর্কে এক প্রশ্ণের জবাবে কামাল লোহানী বলেন যে ধর্মীয় ভাবে পরিচিতি চাইবার একটা সুযোগ তো রয়েছেই তবে আমরা যখন ধর্মনিরপেক্ষ একটি দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এবং বিপুল পরিমাণ রক্ত দিয়ে দেশ যখন স্বাধীন করেছি তখন ধর্মনিরপেক্ষতা যেমন ধমর্হীনতা নয় , তেমনি ধর্মান্ধতা ও নয়। তিনি বাংলাদেশের তরুণ ও কিশোর কন্ঠ , যারা বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হচ্ছে , তাদের প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব দেন এবং উচ্চাঙ্গসঙ্গীত চর্চার ওপর ও জোর দেন ।

XS
SM
MD
LG