অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সঙ্কট নিস্পত্তি সময়সাপেক্ষ ব্যাপার : মাইকেল রায়ান।


রাসায়নিক অস্ত্র বিষয়ক একটি নজরদারি সংস্থা বলছে যে সিরিয়া তার এ ধরণের অস্ত্র সম্ভারের আংশিক অবস্থান সম্পর্কে ঘোষণা দিয়েছে । তবে প্রশ্ন উঠছে যে রাসায়নিক অস্ত্র পরিহার করার বিষয়টি , আড়াল করে দিয়েছে সিরিয়ার বিরোধীদের মূল দাবি , বাশার আল আসাদের ক্ষমতাত্যাগের প্রশ্নটি। এ সব বিষয় নিয়েই জেইমস টাউন ফাউন্ডেশানের এর সিনিয়ার ফেলো এবং ওয়াশিংটনে Middle East Institute, এর স্কলার , Dr Michael Ryan এর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ। ড রায়ান Decoding Al Qaeda’s Strategy: The Deep Battle Against America নামে একটি বই ও লিখেছেন। জাতিসংঘের পরিদর্শকরা তাদেঁর প্রকাশিত রিপোর্টে এখন এ কথা পরিস্কার করে বলেছেন যে ২১ শে অগাস্ট দামেস্কের অদূরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিন্তু তা সত্বেও অসামরিক নাগরিকদের ওপর ঠিক কারা এই অস্ত্র প্রয়োগ করেছিল সে নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র যদি ও মনে করে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল , রাশিয়া মনে করে যে এই রাসায়নিক অস্ত্র যে বিদ্রোহীরা ব্যবহার করে থাকতে পারে , সেই আশঙ্কা নাকচ করে দেয়া যায় না। ড মাইলে রায়ানের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই পরিস্থিতিতে দু পক্ষ কি সত্যি সত্যি একটি সমঝোতায় পৌছুতে পারবে নাকি তারা এই বিতর্ককে পাশ কাটিয়ে কেবল মাত্র সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্ভার সরিয়ে ফেলার জন্যে একত্রে কাজ করোছ। শুনুন বিস্তারিত সাক্ষাৎকার


please wait

No media source currently available

0:00 0:06:08 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG