অ্যাকসেসিবিলিটি লিংক

হেফাজতে ইসলামের কর্মকান্ড ইসলাম সম্মত নয় : অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন


ঢাকায় হেফাজতে ইসলামের মিছিল
ঢাকায় হেফাজতে ইসলামের মিছিল

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক কালে জটিল আকার ধারণ করেছে। অতি সম্প্রতিক হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন তাদের বিশাল সমাবেশ শেষে এমন বেশ কিছু দাবি উত্থাপন করছে , যা নিয়ে প্রশ্ন উঠেছে , অনেকের মনে। সাম্প্রতিক সময়ের এই চাল চিত্র নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং দ্য ডেইলি সান পত্রিকার প্রাক্তন সম্পাদক ড সৈয়দ আনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে শামসুর রাহমানের কবিতার মতোই যেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ । এর কারণ হিসেবে তিনি সাম্প্রতিক কালের চালচিত্র বর্ণনা করেন যেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি মনে করেন যে হেফাজাতে ইসলাম , ইসলামকে নয় , জামায়াতে ইসলামকেই হেফাজত করতে চাইছে। তিনি হেফাজাতে ইসলামের ১৩ দফার সমালোচনা করেন এবং বলেন যে এই দাবিগুলো ইসলাম সম্মত নয়।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ শক্তির এই উন্মেষের জন্যে বিএনপি এবং আওয়ামি লীগ উভয়কেই দায়ি করেছেন। তিনি তবু আশাবাদী যে এই সাময়িক অবস্থা শেষ পর্যন্ত কেটে যাবে
XS
SM
MD
LG