অ্যাকসেসিবিলিটি লিংক

উইমেন বিল্ডিং পীস এওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় বাংলাদেশের রাণী ইয়ান ইয়ান


কথা বলছেন রাণী ইয়ান ইয়ান
please wait

No media source currently available

0:00 0:12:38 0:00

কথা বলছেন রাণী ইয়ান ইয়ান

বাংলাদেশের জন্য পরম গৌরবের বিষয় হলো যে বাংলাদেশরই নারী , রাণী ইয়ান ইয়ান, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পীস ‘এর Women Building Peace Award’এর চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় রয়েছেন । ইয়ান ইয়ান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেমন আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন, তেমনি সামগ্রিক অর্থে মানবাধিকার বিষয়েও তত্পর রয়েছেন। বিশেষ করে নারী অধিকার নিয়ে তিরি নিরলস ভাবে কাজ করে আসছেন। চাকমাদের এই আনুষ্ঠানিক রাণী ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাত্কারে শান্তির ক্ষেত্রে নারীদের ভূমিকা এবং পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে তাঁর বক্তব্য রাখেন। আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার, আনিস আহমেদ

XS
SM
MD
LG