অ্যাকসেসিবিলিটি লিংক

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে রূবায়েত ফেরদৌসের বিশ্লেষণ


বাংলাদেশে অতি সম্প্রতি ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে সামাজিক যোগাযোগের মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থেই।

বাংলাদেশে গনজাগরণ মঞ্চের সময়ে আমরা প্রথম লক্ষ্য করি সামাজিক যোগাযোগের মাধ্যমের ভূমিকা। পরবর্তীতে অন্যান্য আন্দোলন বা বিক্ষোভের সময়েও্ আমরা ক্রমবর্ধমান হারে সোস্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দেখেছি। সামাজিক যোগাযোগের মাধ্যম যে এক পাক্ষিক নয়, সেখানে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সকলেই তাদের মতামত প্রকাশ করতে পারে এবং এটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারে। অবশ্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু নেতিবাচক দিকও রয়েছে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস । ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন , আনিস আহমেদ :

please wait

No media source currently available

0:00 0:11:51 0:00

XS
SM
MD
LG