অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ আমেরিকার সঙ্গে কবি ও কর্মকর্তা শাহাবুদ্দিন নাগরীর আলাপচারিতা


শাহাবুদ্দিন নাগরী বাংলাদেশ সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তা । যুক্তরাষ্ট্রে বিনিময় কর্মসূচির আওতায় INTERTEK COMMODITIES USA আয়োজিত রাজস্ব মুল্যায়ন বিষয়ে সম্প্রতি তিনি প্রশিক্ষণ লাভ করেন । শাহবুদ্দিন নাগরী বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত কবিও । যুক্তরাষ্ট্রে তাঁর এই প্রশিক্ষণ , এখান থেকে জেনে যাওয়া বিষয়গুলোর সুষ্ঠু প্রয়োগ এবং তাঁর কাব্যচর্চা নিয়েই তিনি কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে। মি নাগরী বলেন যে বাংলাদেশের রাজস্ব দপ্তর থেকে তাঁরা পাঁচজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে এসেছেন customs evaluation এর ব্যাপারে এক প্রশিক্ষণ কর্মসূচিতে। তিনি মনে করেন যে এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ কারণ যুক্তরাষ্ট্রে কি ভাবে এই রাজস্ব মূল্যায়নের কাজগুলো করা হয় এবং তাদের ক্লায়েন্টদের তারা কি ভাবে সহায়তা করতে পারেন , সে সব বিষয়ে তাঁরা এখান থেকে অনেক কিছু জেনে উপকৃত হয়েছেন । তিনি বলেন যে এ ধরণের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

তবে রাজস্ব আদায়ের মতো অমন একুট গুরুত্বপূর্ণ কাজে থেকেও শাহাবুদ্দিন নাগরি কবিতা লিখে চলেছেন প্রায় ছোটকাল থেকেই । কবিতা বিষয়ে তাঁর আগ্রহের ব্যাপারে তিনি বলেন যে ছোট বেলা থেকেই তিনি কবিতার ব্যাপারে আগ্রহী। তাঁর পাঠকের আগ্রহ ও তাকে এগিয়ে নিয়েছে অনেকখানি।এ পর্যন্ত তাঁর পনেরোটি কবিতার বই বেরিয়েছে , যার মধ্যে তিনটি ইংরেজি কবিতার বই ও আছে , যার একটি যুক্তরাষ্ট্রে প্রকাশিত। তিনি যুক্তরাষ্ট্র সফরের সময়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কী ওয়েস্ট এ বিখ্যাত ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি , যা কীনা এখন পর্যটকদের আকর্ষণ সেখানে সফরের কথাও উল্লেখ করেন।

please wait

No media source currently available

0:00 0:04:30 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG