অ্যাকসেসিবিলিটি লিংক

শামসুন্নাহার রাব্বি বললেন তাঁর বই ও সাংবাদিকতার কথা


শামসুন্নাহার রাব্বি বললেন তাঁর বই ও সাংবাদিকতার কথা
শামসুন্নাহার রাব্বি বললেন তাঁর বই ও সাংবাদিকতার কথা

বাংলাদেশের সাংবাদিক ও লেখিকা শামসুন্নাহার রাব্বি কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমোদ পত্রিকার সম্পাদিকা এবং লেখিকা। বালিকা বধূ হিসেবে প্রথমে স্বামী মোহাম্মদ ফজলে রাব্বীর কাছে সংবাদিকতায় হাতে খড়ি। তারপর অর্ধ শতাব্দীর বেশী সময় পার হয়ে গেছে তিনি সাংবাদিকতা এবং লেখালেখির কাজ নিয়োজিত রয়েছেন। স্বামীকে হারিয়েছেন ১৯৯৪ সালে। তারপরেও পুত্র বাকিন রাব্বিকে নিয়ে আমোদ পত্রিকার হাল ধরে আছেন।
সম্প্রতি তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। গত ৫৩ বছর তাঁর বিভিন্ন লেখার সঙ্কলন নিয়ে ‘ভালবাসার পাঁচ দশক’ আর পবিত্র হজ্ব পালন নিয়ে ‘মহামিলনের মহামেলায়’। তিনি এই সাক্ষাতকারের তাঁর বই সম্পর্কেও আলোচনা করেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG