অ্যাকসেসিবিলিটি লিংক

একজন কিশোর মুক্তিযোদ্ধার অভিযান-কাহিনী


Interview with Towficur Rahman
please wait
Embed

No media source currently available

0:00 0:17:19 0:00

এই বিজয়কে যাঁরা সম্ভব করেছেন তাঁদের  প্রতি আমাদের অভিবাদন। আজ আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছেন তেমনি এক গেরিলা যোদ্ধা তৌফিক রহমান, যিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে দূর্দান্ত অভিযান চালিয়ে তদানীন্তন পাকিস্তান বাহিনী এবং তাদের সহচর রাজাকারদের পরাজিত  করেছিলেন।

আজ মহান বিজয় দিবস । ন’ মাসের মক্তিযুদ্ধের পর এ দিন বাঙালির চূড়ান্ত বিজয় হলো । বহুল প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নের এই দিন ১৬ই ডিসেম্বর। এই বিজয়কে যাঁরা সম্ভব করেছেন তাঁদের প্রতি আমাদের অভিবাদন। আজ আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছেন তেমনি এক গেরিলা যোদ্ধা তৌফিক রহমান, যিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে দূর্দান্ত অভিযান চালিয়ে তদানীন্তন পাকিস্তান বাহিনী এবং তাদের সহচর রাজাকারদের পরাজিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ।

ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা : তাওহিদুল ইসলাম

XS
SM
MD
LG