দীর্ঘ ৩৫ বছর বেতার ভাষ্যকার, সংবাদ পাঠক, সম্পাদক, হিসেবে দায়িত্ব পালনের পর সৈয়দ জিয়াউর রহমান ১লা এপ্রিল ২০১১ থেকে অবসর নিলেন । আমাদের সঙ্গে বিদায়ী সাক্ষাতকারে তিনি তার এই দীর্ঘকালের অভিজ্ঞতা ও অনুভুতি বর্ণনা করেন।
জিয়াউর রহমান ভয়েস অফ আমেরিকায যোগ দিয়েছিলেন ১৯৭৬ সালে। সহকর্মিদের সঙ্গে তিনি সুখে দুখে হাসি-কান্নায় কাটিয়েছেন দীর্ঘ দিন । কর্মনিষ্ঠ এই মানুষটি ভয়েস অফ আমেরিকায় তার দীর্ঘ স্মৃতির টুকরো টুকরো উপাক্যান তুলে ধরছেন।