ভারতে রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি সোমবার শেষ পর্যন্ত পদত্যাগ করবেন কিনা সে প্রশ্ন নিয়েই জোর আলোচনা কথাবার্তা চলছে এখন এবং এ বিষয়টি নিয়েই আমরা কথা বলি কলকাতার টুয়েন্ট ফোর আওয়ার টিভি নিউজ চ্যানেলের নতুন দিল্লি ব্যুরো চীফ চিত্রিতা সান্যালের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।