সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষিরা এক সাধারন নিরস্ত্র বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ও তার ওপর অত্যাচার চালায় । ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের এ্যামনেস্টী ইন্টারন্যাশনাল একটি বিবৃতি প্রকাশ করেছে । এ বিষয়ে ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে এ্যামনেস্টীর ই কুমার তাঁর বক্তব্যের অবতারনা করেন । তাঁর ঐ সাক্ষাত্কার নেন রোকেয়া হহযদার ।