করোনার ধাক্কায় শেষ পর্যন্ত 'আইপিএল' বা 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'-এর ক্রিকেট ম্যাচগুলো স্থগিত রাখা হল অনির্দিষ্টকালের জন্য। আজ আইপিএলের গভর্নিং কাউন্সিল নিজেদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলাদা করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে 'বিসিসিআই' বা 'বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া'ও। ভারতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণে জনজীবন যখন বিপর্যস্ত, সেই অবস্থায় বেশ কিছুদিন যাবতই আইপিএল খেলা বন্ধ করার জন্য দাবি উঠছিল। আইপিএলের উদ্যোক্তাদের প্রচন্ড সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতে এই বিপর্যয়ের সময় কোটি কোটি টাকা খরচা করে আইপিএল খেলা হচ্ছে কেন! কেনই বা খেলোয়াড়দের এই সাংঘাতিক ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল। সম্প্রতি দিল্লি হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্টে দুটি আলাদা আলাদা মামলা হয়েছিল আইপিএল বন্ধ করার জন্য।
আইপিএলের উদ্যোক্তাদের কাছ থেকে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবেও চাওয়া হয়েছে। শেষ পর্যন্ত 'কেকেআর' বা 'কলকাতা নাইট রাইডার্স'-এর দু'জন খেলোয়াড়, 'সানরাইজার হায়দরাবাদ'-এর উইকেট-রক্ষক, ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং 'দিল্লি ক্যাপিটালস' একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়ায় আইপিএল কর্তৃপক্ষ খেলা বন্ধ করতে বাধ্য হলেন। তাঁরা যদিও বলে আসছিলেন, এয়ার বাবল্ তৈরি করে খেলা হচ্ছে দর্শকশূন্য মাঠে, সুতরাং সংক্রমণের আশঙ্কা নেই। তা সত্ত্বেও সংক্রমণ হয়েছে। এখন 'সানরাইজার হায়দ্রাবাদ' দলকে পুরোপুরি কোয়ারেন্টিনে চলে যেতে হবে। ২৯টা ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে। ৩০শে মে পর্যন্ত খেলা চলার কথা ছিল। কিন্তু সেই সব খেলাই আপাতত বন্ধ।