অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বড় রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়ে আইপিইউ সম্মেলনে প্রস্তাব গ্রহণ


বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ সম্মেলনে আফ্রিকার এক অংশ এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ এবং খরাপীড়িত লাখ লাখ মানুষকে বাঁচানো ও তাদের সহযোগিতায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ কামনা করা হয়েছে। অতি জরুরি বিষয় হিসেবে এ সংক্রান্ত একটি প্রস্তাবও মঙ্গলবার গ্রহণ করা হয়।

আইপিইউ সদস্যরা ওই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানে নিজ নিজ দেশের সরকারকে উদ্যোগী হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চাপ প্রয়োগের ব্যাপারে একমত হয়েছেন।

এদিকে, রাষ্ট্রের, বিশেষ করে দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য বড় রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সদস্যরা একমত পোষণ করেছেন। প্রস্তাবটি বুধবার অর্থাৎ সম্মেলনের শেষ দিনে গ্রহণ করা হবে।

বৈশ্বিক সন্ত্রাস রুখতে বিভিন্ন দেশের পার্লামেন্টগুলোকে কিভাবে শক্তিশালী করা এবং সক্ষমতা বাড়ানো যায় সে বিষয়েও একটি সর্বসম্মত প্রস্তাব পাস হবে বলে আইপিইউ মহাসচিব জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG