ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন যে ইরান বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আর কোন আলোচনা করবে না। যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে আসবে কী না সে ব্যাপারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হবার দিন কয়েক আগে ইরান এই বিবৃতিটি দিলো।পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ইউ টিউবে বলেন আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বহির-উৎসায়ন করবো না এবং যে চুক্তি আমরা সৎবিশ্বাসে সই করেছে সে নিয়ে আমরা আবার কোন দরকষাকষি করবো না,এতে কোন কিছু যোগ করবো না।ওদিকে ট্রাম্প বলেছেন যে এই চুক্তিতে সংশোধনী যুক্ত না হলে তিনি এ থেকে বেরিয়ে আসবেন। চুক্তিতে এই সংশোধনীর মধ্যে রয়েছে ইরানের ব্যলিস্টিক ক্ষেপনাস্ত্র কর্মসূচি সীমিত করার প্রস্তাব। ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এই ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র রাখতে চায়। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই’র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আজ সতর্ক করে দিয়েছেন যে ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী এই চুক্তি থেকে বেরিয়ে আসেন তা হলে ইরানো চুক্তি থেকে বেরিয়ে আসবে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে আলী আকবর বেলায়েতী বলেন যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নয় , তা হলে আমরাও এতে থাকবো না ।