অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ১০ জন নিহত


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে যে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, তাতে গতরাতে ১০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহের শেষ দিক থেকে ঐ বিক্ষোভ শুরু হয়। রিপোর্টে নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত সপ্তাহে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির অর্থনৈতিক অবস্থা এবং সিরিয়া, ইরাক ও ইয়েমেনে- ইরানের সামরিক উদ্যোগের বিরুদ্ধে ঐ বিক্ষোভ শুরু হয়।

আইএলএনএ বার্তা সংস্থা ইরানের একজন সাংসদকে উদ্ধৃত করে জানায়, দক্ষিন-পশ্চিমের ইজাহ শহরে গতরাতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে তিনি জানেন না ঐ হত্যাকান্ডের জন্য কে বা কারা দায়ী।

গত বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদে একটি তুলনামূলক ভাবে ছোট বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলনটি শুরু হয়েছিল। পরে তা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মাশাদ মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানী বিরোধীদের প্রধান ঘাঁটি।

ট্রাম্প প্রশাসন বলেছে, বিক্ষোভ প্রশমিত করতে ইরান সরকার সেদেশে সামাজিক প্রচার মাধ্যমগুলো আটকে দিচ্ছে। এ ব্যাপারে তারা উদ্বিগ্ন।

XS
SM
MD
LG