অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ সমাবেশ


বুধবার ইরানে সরকারের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একদিকে, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে, অন্যদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার গর্হিত কাজের জন্য অভিযুক্ত করেছেন।

অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ও সরকারি সংস্কারের দাবিতে ইরানে এক সপ্তাহ ধরে চলে আসা অশান্ত অবস্থায় অন্তত ২১ জন নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ শত শত লোককে গ্রেপ্তার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার সরকার সমর্থকদের সমাবেশের ভিডিও দেখাচ্ছে। অন্যদিকে, বহু শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফরি তাঁর ওয়েবসাইটে বলেন, 'আজ আমরা ঘোষণা করতে পারি যে ২০১৮ সালের সরকার বিরোধীতা সমাপ্ত হয়েছে'। তিনি আরও বলেন যে, গোটা দেশে বিক্ষোভকারির সংখ্যা পনোরো হাজারের বেশি ছিল না। তিনি আরও বলেন যে, তাঁরা ইসফাহান লারেস্তান এবং হামাদানে খুব সীমিত সংখ্যক সৈন্য পাঠিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও টুইটারের সাহায্যে তাঁর সর্বসাম্প্রতিক সমর্থন প্রকাশ করেন তাঁদের প্রতি যারা ইরানের সরকারের প্রতি অসন্তুষ্ট। ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশ্য বলেন, আপনারা দেখবেন যথাসময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনারা বড় রকমের সমর্থন পাবেন। তবে তাৎক্ষণিক ভাবে এটা পরিস্কার নয় যে ট্রাম্প কি ভাবে তাদের সমর্থন দেবেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে, বৈদেশিক সরকাররাই এই প্রতিবাদ পরিচালনা করছে।

XS
SM
MD
LG